১।
|
এ নীতিমালা অনুমোদনের তারিখ হতে কার্যকর হবে
|
২) |
নিবন্ধিত পাঠক/সদস্যগণ বই ধার নেয়ার ক্ষেত্রে নীতিমালার শর্তসমূহ পালন করতে হবে।
|
৩ |
বই ধার গ্রহণের জন্য আগ্রহী পাঠককে সদস্য হওয়ার জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ১০.০০ টাকা ফি প্রদান করে সংশ্লিষ্ট গ্রন্থাগার থেকে নীতিমালাসহ আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
|
৪ |
সদস্যর ধরণ হবে ০৩ (তিন) প্রকার যা নিন্মরূপঃ
(ক) শিশু সদস্যঃ অনুর্ধ্ব ১৬ বছরের ছেলে মেয়ে।
(খ) ছাত্র/ছাত্রী সদস্যঃ যাদের বয়স ১৬ বছরের উর্দ্ধে এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।
(গ) সাধারণ সদস্যঃ ছাত্র/ছাত্রী ব্যতীত ১৬ বেশি বয়সের সর্বসাধারণ।
|
৫) |
বয়স প্রমাণের জন্য ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ভোটার আইডির ফটোকপি/শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের আবেদন সাথে সংযুক্ত করতে হবে।
|
৬)
|
সাধারণ সদস্য চাকুরিজীবি হলে তাঁর নিয়ন্ত্রনকারী কর্মকর্তা এবং অন্যান্যদের ক্ষেত্রে স্ব স্ব পৌরসভা/ইউনিয়ন/পরিষদের চেয়ারম্যান অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা এবং ছাত্র/ছাত্রীর সদস্যর জন্য শিক্ষা প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় এর বিভাগীয় প্রধান কর্তৃক সুপারিশ সাপেক্ষে সদস্য করা হবে।
|
৭) |
১ম শ্রেণির সরকারী কর্মকর্তা বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি, স্ট্যাম্প সাইজের ০২ (দুই) কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের (যদি থাকে) অনুলিপি সংযুক্ত করতে হবে।
|
৮)
|
সাধারণ সদস্যদের ক্ষেত্রে ৫০০/- (পাঁচশত) টাকা। ছাত্র/ছাত্রী সদস্যদের ক্ষেত্রে ৩০০/- (তিনশত) টাকা, শিশু সদস্যদের ক্ষেত্রে ২০০/- (দুইশত) টাকা জামানত হিসেবে জমা দিতে হবে এবং মেয়াদকাল সন্তোষজনকভাবে উত্তীর্ণ হওয়ার পরই তা ফেরতযোগ্য।
|
৯। |
নিবন্ধিত সদস্যর সদস্য পদের মেয়াদকাল এক বছর। তবে আগ্রহী পাঠকেরা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ১০০.০০ (একশত) টাকা নবায়ন ফি সাপেক্ষে সদস্য কার্ড নবায়ন করতে পারবেন।
|
১০)
|
প্রত্যেক সদস্যকে এককালীন ০২ টি বইয়ের বেশি ধার দেয়া হবেনা। সর্বোচ্চ ১৫ (পনের) দিনের জন্য বই ধার দেয়া হবে। অন্য কোন পাঠকের চাহিদা না থাকলে একই পাঠক একই বই ধারাবাহিকভাবে সর্বোচ্চ ২ বার ধার নিতে পারবেন।
|
১১)
|
কোন সদস্য ধার নেয়া কোন বই হারিয়ে ফেললে বা ক্ষতিসাধন করলে বই এর মূল্য দ্বিগুন ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
|
১২)
|
নির্ধারিত সময়ের মধ্যে বই ফেরত দিতে ব্যর্থ হলে সদস্যদের নিকট থেকে প্রথম সপ্তাহে অতিরিক্ত প্রতিদিনের জন্য বই প্রতি ৫.০০ (পাঁচ) টাকা এবং দ্বিতীয় সপ্তাহ থেকে ১০.০০ (দশ) টাকা জরিমানা আদায় করা হবে। যদি ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কোন সদস্য বই ফেরত দিতে ব্যর্থ হয় তা হলে তার জামানত বাজেয়াপ্ত করা হবে। এমনকি পরবর্তীতে তাঁর নামে আর কোন বই ইস্যু করা হবেনা এবং তাঁর সদস্যপদ বাতিল করা হবে।
|
১৩)
|
আইডি কার্ড হারিয়ে গেলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে হবে এবং আবেদন সাপেক্ষে ১০০.০০ (এক শত) টাকা বিনিময়ে পুনরায় কার্ড গ্রহণ করতে হবে।
|
১৪)
|
রেফারেন্স বই, দুস্প্রাপ্য বই, বিদেশী প্রকাশনা, সাময়িকী পত্র পত্রিকা ধার দেয়া হবেনা।
|
১৫)
|
কোন সদস্য বই ধার সংক্রান্ত নীতিমালা পরিপন্থী কোন কাজ করলে তাঁর সদস্যপদ বাতিল করাসহ জামানত বাজেয়াপ্ত করা হবে।
|
১৬)
|
যদি কোন সদস্যর বর্তমান ঠিকানা বা মোবাইল ফোন নম্বর পরিবর্তন হয় তবে অবশ্যই তা কর্তৃপক্ষ কে জানাতে হবে।
|
১৭)
|
বই ধার সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
|